আইইউটিতে যন্ত্র প্রকৌশলীদের মিলনমেলা


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৮ আগস্ট ২০১৫

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রতিযোগিতামূলক উৎসব মেকসেলারেশন-২০১৫। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ভিত্তি করে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম. এইচ খান।

আইইউটি-এর উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড কিংডম ফর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. ভিড হাউ।

মেকসেলারেশনে-২০১৫ তে রোবটিক্স (লাইন ফলোয়ার), বিজনেস আইডিয়া, ক্যাড কম্পিটিশন, প্রজেক্ট শোকেসিং, মেকানিক্যাল অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান এই ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলোর মধ্যে প্রজেক্ট শোকেসিং এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ মিলন মেলায় ৪০টি বিশ্ববিদ্যাল, কলেজ ও স্কুলের ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল সর্বমোট এক লাখ ২৫ হাজার টাকার পুরস্কার।
                    
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।