কুড়িগ্রামে প্রতিবন্ধী স্কুলের শাখা উদ্বোধন


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৮ আগস্ট ২০১৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সুইট বাংলাদেশের প্রতিবন্ধী স্কুলের শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে থানাহাট ইউনিয়নের গাবেরতল গ্রামে ৫০ জন শিক্ষার্থী নিয়ে এ স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় স্কুলের আহ্বায়ক গাজী নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, জাতীয় নির্বাহী কমিটি সুইট বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান মজনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ফাহিমা মুন্নি, জাতীয় নির্বাহী কমিটি সুইট বাংলাদেশের সদস্য আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ সংস্থা সারাদেশে ২০১২ সালে প্রতিবন্ধী সনাক্তকরণ করে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে সারাদেশে ১৮ লাখ প্রতিবন্ধী সনাক্ত করা হয়।

সুইট বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান। বুদ্ধি ও স্নায়ু প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করা। এসব শিশুদের শিক্ষিত করে সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলা এবং উন্নত বাংলাদেশ বিনির্মানে অংশিদারিত্ব নিশ্চিত করতে সুইট বাংলাদেশ দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এরকম স্কুল নির্মাণ করার উদ্দেশ্যে কাজ করছে।

সোসাইট ফর দ্যা ওয়েলফেয়ার অব দ্যা ইন্টেলেকচুয়ালিটি ডিঅ্যাবল্ড, বাংলাদেশের (সুইট বাংলাদেশ) আয়োজন করা হয়।

নাজমুল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।