নওগাঁয় ধর্ষণের দায়ে যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২৮ আগস্ট ২০১৫
ফাইল ছবি

নওগাঁয় ধর্ষণের দায়ে পলাশ কুজুর নামে এক আদিবাসী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরাে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা জজ) ও এইচএম ইলিয়াস হোসাইন জনাকীর্ণ আদালত এ রায় ঘোষণা করেন।

এছাড়া ধর্ষিতার গর্ভপাতে সহযােগিতা করার দায়ে ধর্ষকের মা কিরণ টপ্য, বদি বাসি রাণী ও বান রিক্তা কুজুর প্রত্যেকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও নগদ  এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গতবছর ৭ ফেব্রুয়ারি নওগাঁর বদলগাছী উপজেলার মামুদপুর গ্রামের পলাশ কুজুর তার খালাতো বোন কলজ ছাত্রী তৃষ্ণা তিগ্যাকে বাড়িতে ডেকে এনে বিয়ের প্রলােভন দিয়ে উপুর্যপরি ধর্ষণ করেন। এতে তুষ্ণা গর্ভবতী হয়ে পড়লে পাঁচমাস পর ধর্ষকের মা কিরণ টপ্য, বদি বাসি রাণী ও বান রিক্তা কুজুররে সহযাগিতায় গর্ভপাত করানো হয়।

এ ব্যাপারে স্থানীয় মাতবররা গ্রাম্য সালিশ ডাকলে ধর্ষক পলাশ তুষ্ণাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে তৃষ্ণা তিগ্যা বাদী হয়ে নওগাঁ কোর্টে মামলা দায়ের করলে বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে উপরােক্ত রায় দেন।

মামলাটি পরিচালনা করেন, রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভােকেট মাে. নাহিদ মোর্শেদ (বাবু) ও আসামী পক্ষের অ্যাডভোকেট মো. আজাহার আলী।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।