বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রয়োজন : মাহমুদুল আমীন চৌধুরী


প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৭ আগস্ট ২০১৫

বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে জুনিয়র আইনজীবীদের প্রতি বিচারকদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী বলেছেন, পেশাজীবনে আমি বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আন্তরিকতার সঙ্গে কাজ করেছি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. ফারুক চৌধুরী এবং অ্যাডভোকেট পূর্ণেন্দু পুরকায়স্থের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহমুদুল আমীন চৌধুরী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার প্রয়োজন। এ সময় মাহমুদুল আমীন চৌধুরী তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী সুবর্ণ জয়ন্তী পালনকারী বিজ্ঞ সদস্য মো. ফারুক চৌধুরী অ্যাডভোকেট ও পূর্ণেন্দু পুরকায়স্থকে গোল্ড মেডেল পরিয়ে দেন।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।