জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার টাওসারা গ্রামের মাঠে ‘বন্দুকযুদ্ধে’ তোফাজ্জল হোসেন ওরফে ওয়াজেদ (৩৭) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল হোসেন ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের সরকার পাড়া এলাকার মৃত ওয়াদুদ সরকারের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন জানান, ওই মাঠে মাদকের একটি বড় চালানের কেনাবেচা চলছে, এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের টহলগাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করলে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তোফাজ্জলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নিহতের বিরুদ্ধে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ১২/১৩টি মাদক, ছিনতাই ও চোরাচালানীর মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্যও আহত হয়েছেন বলে র‌্যাব জানিয়েছে।

রাশেদুজ্জামান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।