বেনাপোলে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:০৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ৬ পিস (২ কেজি ৪৭০ গ্রাম) স্বর্ণের বারসহ শামিম হোসেন (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাকে আটক করে বিজিবি।

আটক শামিম হোসেন গাতিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন পাচারকারী গাতীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার করবে। এ সময় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে দৌলতপুর ক্যাম্পের নায়েব সুুবেদার ওয়াহেদ এর নেতৃত্বে গাতিপাড়া গ্রামের সানি মিয়ার আমবাগান এলাকা থেকে শামিম হোসেনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৪৭০ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা।

আটক স্বর্ণের বারসহ পাচারকারী শামিম হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

মো. জামাল হোসেন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।