খোঁড়ার সময় হঠাৎ ধসে পড়লো মাটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জে খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় ১ শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জনি মিয়া (২২) শহরতলীর রিচি গ্রামের তৈয়ব আলী ছেলে।

আহতরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে নামে শ্রমিকরা। গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাৎ করেই উপরের মাটি শ্রমিকদের উপর ধসে পড়ে। এতে ৬ শ্রমিক মাটিচাপা পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে দ্রুত আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাশ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।