ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

জামালপুরের মাদারগঞ্জে এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে একেএম সিরাজুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিজুড়ী বাজারের নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও আমিনুল ইসলাম জানান, কথিত ডাক্তার সিরাজুল ইসলাম বালিজুড়ী বাজারে নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি ক্লিনিকে নিয়মিত ডাক্তার সেজে রোগী দেখতেন।

এমন খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক ভুয়া ডাক্তারকে মাদারগঞ্জ থানায় পাঠানো হয়েছে। আটক সিরাজুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ান গ্রামের বাসিন্দা।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।