ক্যাম্পে ঢুকে রোহিঙ্গা যুবককে আছড়ে মারল বন্য হাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সেলিম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সেলিম হোয়াইক্যংয়ের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের আই-৩ ব্লকের ১০৪ নম্বর ঘরের আমির হামজার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকমারকুল রোহিঙ্গা শিবিরে একটি বন্য হাতি আকস্মিক প্রবেশ করে। হাতিটি ই, আই, এফ ব্লকের চারটি ঘর ভেঙে ফেলে। এ সময় সেলিম হঠাৎ হাতিটির সামনে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে ধরে তাকে আছাড় দেয়। হাতি চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

হোয়াইক্যং বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, রোহিঙ্গারা আসার পর দিন দিন বন উজাড় হয়ে যাওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতি। বুধবার ভোরে একটি বন্য হাতি পথ ভুলে ক্যাম্পে প্রবেশ করে দিগ্বিদিক ছুটেছে। এ সময় হাতির আক্রমণে ওই রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।