স্বাভাবিক জীবনে ফিরতে চান ৫ মাদক ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন, উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেন কাঁঠাল, তার স্ত্রী বেদেনা বেগম, সাইফুল সরকার, তার স্ত্রী সাবিনা বেগম এবং রবি সরকার।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ থানা পুলিশের ওসি হাবিবুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা কর্মসূচির অংশ হিসেবে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত তিন দিনে মোট ১০ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।