বাসচাপায় প্রাণ গেল দুই নৃত্যশিল্পীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় দুই নৃত্যশিল্পী নিহত হয়েছেন। এ সময় আরও এক নৃত্যশিল্পী আহত হয়েছেন। নিহতরা হলেন- রাজধানীর মুগদা এলাকার হৃদয় গাজী (৩০) ও মুগদা ঝিলপাড় এলাকার শারমীন আক্তার (১৮)।

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত আঁখি আক্তার গাজীপুরের মীরেরগাঁও এলাকার নুর আলমের মেয়ে। তাকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই নৃত্যশিল্পী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে নরসিংদীতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আঁখি ও শারমীন আক্তারকে সঙ্গে নিয়ে হৃদয় গাজী মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন। উপজেলার আউখাব এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় আরেকটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় গাজী ও শারমীন আক্তার নিহত এবং আঁখি আক্তার আহত হন। আহত আঁখিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মীর আব্দুল আলীম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।