দেশে কেউ বেকার থাকবে না : এলজিআরডি মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এদেশে দুর্নীতি থাকবে না, অন্যায়-অবিচার থাকবে না, দারিদ্র্যতা থাকবে না। সমাজ অপরাধমুক্ত হতে হবে। কোনো দুর্বল আর সবল কর্তৃক অত্যাচারিত হতে পারবে না। মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে না। এই বাংলাদেশ সবার।

শুক্রবার বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মরাজ জ্যোতির্পাল মহাথেরুর ১০ম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম আরও বলেন, আমরা এই দেশে বেশি মানুষ ছোট্ট জায়গায় থাকি। এ মানুষদের আয় রোজগারের জন্য, উন্নত জীবনের জন্য শুধু কৃষির ওপর নির্ভর করলে হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তোলা হবে। ঘরে ঘরে চাকরি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশে কেউ বেকার থাকবে না। এজন্য ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া প্রমুখ। এতে বিভিন্ন জেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।