সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী চারা বটতলা এলাকায় বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুলাল হোসেন।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, বহুতী গ্রামে একটি সালিশি বৈঠক শেষে সহযোগী দুলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। এ সময় তারা চারা বটতলা এলাকায় পৌঁছালে রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।