গুলিতে নিহত শিক্ষকসহ আড়াইশ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় দুটি মামলা করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদী হয়ে বহরমপুর গ্রামবাসীর বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দুটি দায়ের করেন।

জানা গেছে, মামলা দুটির মধ্যে একটিতে বিজিবির গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও সাদেকুল ইসলামকে আসামি করা হয়েছে। গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলাটিতে মোট আসামি রয়েছেন ৩ জন।

অপরদিকে আরেকটি মামলায় সরকারি কাজে বাধাদান, বিজিবি সদস্যদের ওপর চড়াও, অস্ত্র নিয়ে জীবননাশের চেষ্টা, সরকারি অস্ত্র লুণ্ঠনের চেষ্টা, অস্ত্রের ক্ষতিসাধন ইত্যাদি অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

হরিপুর থানা পুলিশের ওসি আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দুটি গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।