তাবলিগ জামাত বিশ্বে একটা বড় ডিসিপ্লিনের উদাহরণ
টঙ্গীর তুরাগ নদীর তীরে চারদিন ব্যাপী বিশ্ব ইজতেমার মন্নুনগর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
এ সময় হামদর্দ বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান কাজী গোলাম রহমান, ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তাবলিগ জামাত কোনো রাজনৈতিক সংগঠন নয়। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন হয়। আল্লাহ-রাসুলের সন্তুষ্টির জন্য এ ইজতেমার আয়োজন করে থাকে তাবলীগ মুরুব্বিরা। তাবলিগ জামাত বিশ্বে একটা বড় ডিসিপ্লিনের উদাহরণ। এটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহ, টয়লেট নির্মাণসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান এবার ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে বলেও তিনি জানান।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর