১৭ বছর আগের হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামের হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় দুই নারীসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৭ অক্টোবর চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের হাবিবুর রহমান মাস্টার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলাটি চলমান অবস্থায় আসামিদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বুধবার এ মামলায় আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে হাসিনা বেগম ও নাজনিন আক্তার আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন ইকবাল মজুমদার, মোস্তাফিজুর রহমান ও শাহ আলম পলাতক রয়েছেন।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।