ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ১
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত তোয়াবুর রহমানের (৪৩) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তোয়াবুর আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে এ ঘটনায় পুলিশ সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামের আকতার (২৩) ও রশিদুলকে (১৯) আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। খেলার এক পর্যায়ে ফিরোজ গ্রুপ ও আকতার গ্রুপ বিভক্ত হয়। এ নিয়ে সংঘর্ষ হলে ফিরোজের বাবা তোয়াবুর গুরুতর আহত হয়।
আহত তোয়াবুর রহমানকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত তোয়াবুর রহমানের ভাই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে। মামলার তদন্ত অনুয়ায়ী বাকি আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল এহসান রিপন/এআরএ