কবরের ওপর হাত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই খামারপাড়া গ্রামের তমছের আলীর পারিবারিক কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে কে বা কারা খামারপাড়া গ্রামের মৃত তমছের আলীর পারিবারিক কবরস্থান থেকে তমছের আলী ও ছেলে ফজল মিয়ার স্ত্রী আল্লাদি বেগমের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

রোববার সকালে এলাকাবাসী কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের ওপর একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে। পরে কবরের কাছে গিয়ে দেখতে পায় দুটি কবরের মরদেহ উধাও। প্রায় দুই বছর আগে তমছের আলী ও পুত্রবধূ আল্লাদি বেগম মারা গেলে তাদের ওই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আজাদ কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১০ ডিসেম্বর রাতে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা সামাজিক কবরস্থানের কবর খুঁড়ে তিনটি কঙ্কাল চুরি হয়।

মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা দুটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।