দিনাজপুরে শিলাবৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুরের ১৩ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে জেলায় এ শিলাবৃষ্টি হয়। এতে মানুষ ধুলোবালি থেকে রক্ষা পেয়েছে।

দিনাজপুরে এবার তেমন শীত পড়েনি। মাঘ মাস শেষ হতে চললেও বৃষ্টি হচ্ছিল না। ধুলোবালিতে মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়। দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কমতে শুরু করে ধুলোবালি। রাতেও বৃষ্টি হয়। শনিবার সকালেও বৃষ্টি চলতে থাকে। সকাল ৯টার সময় শুরু হয় শিলাবৃষ্টি । তবে শিলাবৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল রোববার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।