গাজীপুরের আল-আমিন বেনাপোল থানায়


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৬ আগস্ট ২০১৫

গাজীপুর চৌরাস্তা এলাকার আল আমিন (১০) নামের এক শিশুকে বেনাপোল থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। পথ হারিয়ে সে বেনাপোল সীমান্তে চলে আসে। পরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। আল আমির গাজীপুর চৌরাস্তা এলাকার মৃত খালেকের ছেলে।

শিশুটি জানায়, তার মা পলি খাতুন। তিনি বকাবকি করলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে বাসে চড়ে বেনাপোল চলে আসে।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানায়, বুধবার সকাল ১০টার দিকে বেনাপোল বাস্ট্যান্ডে শিশুটিকে কাঁদতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা শিশুটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। শিশুটি তার পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

জামাল হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।