ভৈরবে কনস্টেবল হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

ভৈরবে পুলিশ কনস্টেবল আরিফুর রহমান হত্যা মামলার আসামি মুরাদসহ (৩৫) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মুরাদ ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় তিন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন- দিন ইসলাম (৩৪), দুলাল (২৮) ও দিপু (২২)। গ্রেফতারকৃত চারজনকে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

পুলিশ জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর ভৈরব মেঘনা নদীর পাড়ে পথচারীকে বাঁচাতে গিয়ে পুলিশ কনস্টেবল আরিফুল রহমান ছিনতাইকারী সোহাগের ছুরিকাঘাতে নিহত হন।

এ ঘটনায় ছিনতাইকারী ফারুককে গ্রেফতার করে পুলিশ। পরে ফারুক আদালতে জবানবন্দিতে জানান ছিনতাইকারী সোহাগের ছুরিকাঘাতে আরিফুল নিহত হন। খুনের ঘটনায় সজল, মুরাদ ও মুন্না জড়িত। দীর্ঘ ১৫ মাস পলাতক থাকার পর মুরাদকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানা পুলিশের (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, মুরাদসহ গ্রেফতার চারজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ডাকাতি, ছিনতাই ও খুনসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ কনস্টেবল আরিফুরকে হত্যার ঘটনায় মুরাদ সরাসরি জড়িত ছিল বলেও জানান ওসি।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।