দরজায় তালা দিয়ে ভেতরে কোচিং, ধরে ফেললেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোর দায়ে ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড ও নাহা রোডের দুটি কোচিং সেন্টার ও একটি কিন্ডারগার্টেন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নাজমুল’স ইংলিশ একাডেমির পরিচালক নাজমুল ও সিদ্দিক স্যারের বেসিক বাংলা’র পরিচালক আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানের নেতৃত্বে কোচিংপাড়া হিসেবে পরিচিত বাউন্ডারী রোড ও নাহা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে নাজমুল’স ইংলিশ একাডেমি ও সিদ্দিক স্যারের বেসিক বাংলা কোচিং সেন্টারের দরজায় তালা দিয়ে ভেতরে কোচিং কার্যক্রম চালানোর সময় দুই পরিচালককে আটক করা হয়। এছাড়া মাইলস্টোন কিন্ডারগার্টেনেও কোচিং কার্যক্রম পরিচালনার সময় হাতেনাতে ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালত। তবে পরিচালনাকারীরা পালিয়ে যায়। পরে দুটি কোচিং সেন্টার ও একটি কিন্ডারগার্টেন সিলগালা করে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।