পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় বাবাকে হত্যা, ছেলের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে শরীয়তউল্লাহর (৩৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ আদেশ দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নূরুল আমিন বিপ্লব।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শরীয়তউল্লাহ গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের মৃত ইব্রাহিম খলিলউল্লার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান বলেন, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয়ায় ২০০৫ সালের ১৩ই মার্চ মধ্যরাতে শরীয়তউল্লাহ তার বাবা ইব্রাহিম খলিলউল্লাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মা নাসিমা খাতুন বাধা দিতে গেলে তিনিও আহত হন। পরে স্বজনরা ইব্রাহিম খলিলউল্লাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১৪ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে ১৫ই মার্চ নিহতের ছেলে সাদিকুল্লাহ বাদী হয়ে গফরগাঁও থানায় শরীয়তউল্লাহকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নূরুল আমিন বিপ্লব আসামি শরীয়তউল্লাহর ফাঁসির আদেশ দেন।

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সরকার আনোয়ারুল কবীর।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।