ফেনীতে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
প্রতিকী ছবি

ফেনীতে ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় তল্লাশি চালায় র‌্যাবের একটি দল। ঢাকামুখী একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ গাড়িটি জব্দ করা হয়। এ সময় মো. জিয়াউর রহমান (৩৫), মো. আনোয়ারুল (৩২) ও মোহাম্মদ আলীকে (৪১) আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থানে একই গাড়ি দিয়ে ইয়াবাসহ মাদক সরবরাহ ও বিক্রি করে থাকে।

ফেনীস্থ র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, মাদক কারবারি ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।