ঐক্যফ্রন্টের এজেন্ডা ছিল ব্যক্তিগত : আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মত। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে সেহেতু তারা পরস্পরের কথা শুনবে কেন।

মঙ্গলবার বেলা সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না নেয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা দেশে উন্নয়ন চায় না। তারা জানে জনগণ তাদের চায় না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করেছে। তবে এতে নির্বাচন প্রক্রিয়া কোন ভাবেই ব্যাহত হবে না।

বর্ধিত সভায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।