ম্যাজিস্ট্রেট গিয়ে দেখলেন কোচিং সেন্টারে চলছে ক্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে ‘মাস্টার মাইন্ড এডুকেশন কোচিং সেন্টার’ নামে একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে রংপুর জেলা প্রশাসন।

সোমবার বিকেলে নগরীর ধাপ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়। জেলা প্রশাসক এনামুল হাবীবের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, প্রশ্নফাঁস এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশ অমান্য করে অনেকেই গোপনে কোচিং বাণিজ্য পরিচালনা করছেন।

এসএসসি পরীক্ষা চলাকালীন যাতে কেউ কোচিং সেন্টার চালু রাখতে না পারে সে জন্য নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে সোমবার বিকেলে মাস্টার মাইন্ড নামে কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে বেশ কিছু শিক্ষার্থী-শিক্ষক এবং কোচিং সেন্টারের পরিচালককে ক্লাস পরিচালনা করতে দেখা যায়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।

এ ব্যাপারে মাস্টার মাইন্ড এডুকেশন কোচিং সেন্টারের পরিচালক সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলগালা করার বিষয়টি স্বীকার করেছেন।

জিতু কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।