দুই চোরের কাছে মিলল ৫০ ভরি স্বর্ণ, ২৩৮ ভরি রূপা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

চাঁদপুর শহরের মাদরাসা রোডের একটি বাসা থেকে চুরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর থেকে মো. ইসমাইল (২৪) ও কুমিল্লার চান্দিনা থেকে স্বর্ণ ব্যবসায়ী অমল দেবনাথকে (২৮) গ্রেফতার করেছে চাঁদপুর পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে।

রোববার চাঁদপুর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্রাহ্মলবাড়িয়া ও কুমিল্লা থেকে ওই দুজনকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রবসহ অন্যান্য সদস্যরা।

Chandpur-pictur-1

গ্রেফতার ইসমাইল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উজিপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং অমর দেবনাথ একই উপজেলার আলিকামুড়া গ্রামের মনিন্দ্র দেবনাথের ছেলে। অমর দেবনাথ চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্স এর সত্ত্বাধিকারী।

পুলিশ জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের মাদরাসা রোডের নিঝুম ভিলার নিচতলা থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বাসার জানালা ও বারান্দার গ্রিল কেটে আলমারি থেকে ২৬ ভরি স্বর্ণ, ২ ভরি রূপা, একটি ঘড়ি, একটি মোবাইল সেট ও ২ লাখ টাকা নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় সাইফুল ইসলাম চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় এবং চুরি হওয়া মালামালও উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হবে। তাদের মধ্যে ইসমাইল আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে কুমিল্লাসহ অন্যান্য উপজেলায় মামলা রয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যদেরকেও আটকের চেষ্টা অব্যাহত আছে।

ইকরাম চৌধুরী/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।