প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ১২:১৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

রাঙামাটি শহরের রাজবাড়ি জিমনেশিয়াম এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মোনাফ (৩৫)। তিনি রাঙামাটি ফিসারির কর্মচারী। তার বাড়ি শহরের শিমুলতলী এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ারি থানার এসআই ক্য লাহ্ চিং জানান, বাড়ি যাওয়ার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মোনাফ নাম এক যুবক নিহত হন। প্রাইভেটকারের চালক পালাতক রয়েছেন। নিহতের সুরতহালের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।