সিলেটে প্রথমদিনে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
ছবি : মিঠু দাশ জয়

এসএসসি পরীক্ষা শুরুর প্রথমদিনেই সিলেট শিক্ষা বোর্ডে ৩১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শনিবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। সিলেটে প্রশ্নপত্র ফাঁস কিংবা এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।

sylhet

পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে এসে পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ভালো হয়েছে। ফলে প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিতে পেরেছে তারা। পরীক্ষার সার্বিক পরিবেশ আর নকল প্রতিরোধে সরকারি পদক্ষেপে খুশি অভিভাবকরাও।

সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষার্থী ছিল ৯০ হাজার ২৩ জন। এর মধ্যে প্রথমদিন উপস্থিত ছিল ৮৯ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী।

ছামির মাহমুদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।