সিলেটে আন্তর্জাতিক মান দিবস পালিত


প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৪ অক্টোবর ২০১৪

`সকল ক্ষেত্রে সমতা রক্ষা করে মান’ এর প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক মান দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বিএসটিআই।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, খাদ্যে ফরমালিন তথা বিষ মিশ্রনের বিরুদ্ধে আইন হয়েছে, সিলেটের বাজারে অভিযান চালিয়ে ফরমালিন মিশ্রনে কেউ অভিযুক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভেজাল রোধে বিএসটিআই’র কর্মকর্তাদের আরো সক্রিয় ভূমিকা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সিলেট বিএসটিআইর উপ-পরিচালক (মেট) রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. সুবাস চন্দ্র বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক, পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের সভাপতি মোস্তফা কামাল।

সভার শুরুতে বিশ্বমান দিবস উপলক্ষ্যে মূল প্রবন্ধ পাঠ করেন বিশেষ অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।