বিকট শব্দে বিস্ফোরণ, অতঃপর...
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে সুজন কাজী (২২) নামে এক রংমিস্ত্রি দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহরের কালিকাপুর বটতলা বাজারের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ সুজন কাজী সদর উপজেলার কালীকাপুর গ্রামের মিলন কাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহের কালিকাপুর বটতলা বাজারের আবাসিক এলাকায় নাসির উদ্দিনের একতলা ভবনের ছাদে রংয়ের কাজ করছিলেন তিনজন মিস্ত্রি। কাজের সময় ছাদের ওপর দিয়ে যাওয়া নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ১ লাখ ৩২ হাজার ভোল্টের তারে জড়িয়ে যান রংমিস্ত্রি সুজন কাজী। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে সুজনের সারা শরীর দগ্ধ হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার দিলীপ কুমার সরকার বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হাইভোল্টেজ তারে স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিন ঢালী জানিয়েছেন, সুজনের শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে, কালিকাপুর আবাসিক এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাইভোল্টেজ তার নিচে টাঙানোর কারণে এর আগে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এবার সেই তারে দগ্ধ হয়েছেন সুজন কাজী।
এএম/জেআইএম