কালীগঞ্জে ৫ দোকান পুড়ে ছাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১১:৩২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজের বিপরীত দিকের একটি মার্কেটে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ও নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু এরইমধ্যে ওই মার্কেটের হোমিও ডাক্তার আবিদ হোসেনের হোমিও দোকান, মঞ্জুরের ফার্নিচারের দোকান, সাবেক ইউপি মেম্বার কবির হোসেনের ডেকোরেটরের দোকান, সেলিমের মোটর গ্যারেজ ও ওসমানের মাংসের দোকান পুড়ে গেছে।

তিনি জানান, এ ঘটনায় আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল।

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।