লালমনিরহাটে বজ্রপাতে আহত ৩০


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৫ আগস্ট ২০১৫

লালমনিরহাটের পাটগ্রামে বজ্রপাতে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে হলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাংলাবাড়ী গ্রামের ফরিদা বেগম (২৬), দীপ্তি আক্তার (৯), রাবেয়া আক্তার (১২), মর্জিয়া (৮), মারুফ (৬), জিয়াদ (৭), রমিছা বেগম (৪৫), সামিউল (১২), রুমানা (৮), মাহফুজা (১০), সুজন (১১); মির্জারকোর্ট গ্রামের আকলিমা বেগম (৪৫); ধবলসুতী গ্রামের হাবিবা (৭); জগতবেড় গ্রামের আলম (৩৫); উফারমারা গ্রামের মরিয়ম (১০), দীপু (৮); পানবাড়ী গ্রামের শাহেদা (৬০); জোংড়া মমিনপুর গ্রামের এনামুল হক (৩৫), আঁখি আক্তার (২২); শমসেরপুর গ্রামের ফজিলা (৫৫) ও জাহানারা (৪৪)।

এদের মধ্যে জগতবেড় গ্রামের আলম (৩৫) এবং জোংড়া মমিনপুর গ্রামের এনামুল হককে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণব কুমার রায় জাগো নিউজকে বলেন, বজ্রপাতে নারী-পুরুষ, শিশুসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এসএস   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।