অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউ


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ আগস্ট ২০১৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতেমা সাথী ও তার ভাইয়ের উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের গত ৩৬ ঘণ্টায়ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে অ্যাসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার করতে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবীর জানান, সোমবার রাত সাড়ে ৮ টায় নগরীর বয়রা এলাকায় পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কলোনির সামনে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু কেউ গ্রেফতার হয়নি।

তবে মঙ্গলবার সকালে নগরীর রায়েরমহলের হামিদ নগর এলাকা থেকে মো. মোহর নামে একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে চালান দেয়া হয়ে।  

তিনি আরো বলেন, অ্যাসিডে সাথীর মুখমন্ডলসহ দেহের বিভিন্ন স্থান এবং শাওনের পিঠের বাম পাশ ঝলসে গেছে। সাথী ও শাওন ডাকবিভাগের কর্মচারী আইয়ুব আলীর সন্তান।

আলমগীর হান্নান/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।