পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গত ১০ দিনে বিভিন্ন অপরাধে ৯৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয় গত ২১ জানুয়ারি থেকে। ৩০ জানুয়ারি বুধবার ভোর পর্যন্ত চলা অভিযানে জেলার ১৭টি থানার বিভিন্ন এলাকা থেকে ৯৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩৫ জন, নিয়মিত মামলায় ১৭৬ জনসহ অন্যান্য অপরাধে আরও ৬৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪৩৯ কেজি গাঁজা এবং ১৮ হাজার ৪২ পিস ইয়াবাসহ ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধারসহ ৯৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং নিয়মিত মামলার পলাতক আসামিসহ নানা অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।