সংসদে সব দলের সমান সুযোগ থাকবে : স্পিকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে সব দলের সমান সুযোগ থাকবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এবারের সংসদ একটি কার্যকরী সংসদ হবে। সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্রসহ নির্বাচিত সদস্যদের সমানভাবে সুযোগ দিয়ে সংসদ পরিচালনা করা হবে।

এ সময় স্পিকারের নেতৃত্বে আরও শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া। এছাড়া সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।

আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।