ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৫ আগস্ট ২০১৫

ট্রেন-কার্ভাড ভ্যান সংঘর্ষের ঘটনার সাত ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আন্তনগর সূবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, রেলের উদ্ধারকর্মীরা ট্রেইলার সরিয়ে ট্রেন লাইনের এক পাশ খালি করার পর বেলা ১১টার দিকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  তবে অন্য লাইনে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।

সংঘর্ষের কারণে বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেন চট্টগ্রাম স্টেশনে এবং অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়বকুণ্ড রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।