মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখল মিত্র বাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেছে ভারতীয় মিত্র বাহিনীর একটি দল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মিত্র বাহিনীর নয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুল পরিদর্শন করেন।

এ সময় তারা স্কুলের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে তাদের স্মৃতিচারণ করেন। প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ্সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। পরে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি ঢাকার উদ্দ্যেশ্য ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করে।

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল (অব.) জোশে মালাবালান।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।