হিলিতে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৪ অক্টোবর ২০১৪

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়।
 
ফেরত আসা ব্যক্তিরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলা সদরের নিশাইনদিঘা গ্রামের রাজু মিয়ার পুত্র মোঃ রাজীব (১৯), একই এলাকার রাজু করিমের ছেলে ফারুক আহম্মেদ (২৩) ও বাদল আলীর পুত্র মোঃ নাসির আলী (২২)।
 
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন- ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাব ইন্সপেক্টর দেবেন্দ্র সিং এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।