রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ১৫টি স্বর্ণের দোকান সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফের তিনটি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা অভিযান চালিয়ে এসব স্বর্ণের দোকান সিলগালা করেন।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, মোচনী এবং লেদা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি স্বর্ণের দোকান বন্ধের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

প্রশাসন সূত্র জানায়, কতিপয় রোহিঙ্গা মাদকের চালানের বিনিময়ে এসব স্বর্ণের দোকানে স্বর্ণের বার এনে লেনদেন করছে- এমন অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান চালানো হয়। বিকাশ ও হুন্ডির লেনদেনের ওপর সরকারের কড়া নজরদারি থাকায় রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক মাদক ও মানব পাচারকারী সিন্ডিকেট স্বর্ণের চালান আদান-প্রদানের মাধ্যম হিসেবে এসব স্বর্ণের দোকানকে ব্যবহার করে আসছে বলে অভিযোগ দীর্ঘদিনের।

টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।