কারাগার থেকে বের হয়ে মিলন বললেন কিছুই বলার নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে চাঁদপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগার থেকে বের হয়ে এহছানুল হক মিলন বলেন, এখন আর কিছুই বলার নেই। যে মামলায় এর আগে ৪৪৯ দিন কারাগারে ছিলাম, সেই মামলায় এবার ৬৮ দিন কারাভোগ করে বের হলাম। কিছুই বলার নেই।

গত বছরের ২৩ নভেম্বর চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে মিলনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একইদিন দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজমের আদালতে মিলনকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা ও একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় ৬৮ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান তিনি।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।