শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন


প্রকাশিত: ০৭:১৫ এএম, ২৫ আগস্ট ২০১৫

নেত্রকোনায় ৪ মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে মাকে যাবজ্জীবন ও নগদ ২০ হাজার টাকা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এর আদালত এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের র্মাচ মাসে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চাংনাইয়া গ্রামের আব্দুল জব্বারের সঙ্গে একই উপজেলার মজলিশপুর গ্রামের আব্দুর রাশেদের মেয়ে কবিরুন্নেছা আক্তারের (২০)  বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর কবিরুন্নেছার ছেলে সন্তান জন্ম হওয়ায় স্বামী তাকে তালাক দেয়।

এ ঘটনার পর কবিরুন্নেছা একই উপজেলার পাইকুড়া গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেয়। অবৈধ সন্তান প্রসবের পর তালাকের বিষয়টি জানাজানি হলে কবিরুন্নেছা একই বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যায় ভগ্নিপতির বাড়িতে শিশু সন্তান রাজুকে হত্যা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ কবিরুন্নেছাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সন্তান হত্যার বিষয়টি তিনি স্বীকার করে। পরে কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে ২০০১ সালের ৬ জুলাই আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়।

আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেন। তবে আসামি কবিরুন্নেছা পলাতক রয়েছেন। রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. আব্দুল কাদির ভূঁইয়া এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. দিলুয়ারা বেগম।

কামাল হোসাইন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।