ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৮ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে মো. জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ে।

গ্রেফতার মো. জাহিদুল ইসলাম বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. ইসহাকের ছেলে।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন জাহিদুল। এ ছাড়া বিভিন্ন সময় ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন এ যুবক। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়া ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বাঁশখালী থেকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।