প্রতিবন্ধীদের জন্য যোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : পলক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যেসব প্রতিবন্ধী জীবন সংগ্রামে লড়াই করছেন, আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জন্য যোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, প্রতিবন্ধী ভাই-বোন-তরুণ-তরুণী যেন পিছিয়ে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের পাশে আছেন এবং থাকবেন।

রোববার সকাল ১০টার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিভাগের ২০ প্রতিবন্ধী ছেলে ও মেয়ের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

barishal-Information-1

বরিশাল নগরীর বৈদ্যপাড়ার আঞ্চলিক কার্যলয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যলয়ের পরিচালক মো. মনিরুল ইসলাম, আইসিটি পরিদর্শক ইমরান হোসেন ও মরজিনা খাতুন রত্না প্রমুখ।

আঞ্চলিক পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, প্রশিক্ষণ কার্যক্রমে বরিশাল জেলাসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৩ জন ছেলে ও সাতজন মেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সাইফ আমীন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।