কালীগঞ্জে ৮ দেশের মুদ্রাসহ যুবক আটক


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৫ আগস্ট ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে আট দেশের মুদ্রাসহ কলত্র চন্দ্র দাস নামের এক যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় তাকে গাজীপুর জেলে পাঠানো হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাগরী বাজারে অবস্থিত কলত্র চন্দ্র দাস মালিকানাধীন স্বপন কসমেটিকস নামের একটি প্রসাধনির দোকানে অভিযান চালান। এসময় তার দোকান থেকে কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদিআরব, ইউরোপ, দুবাই, ভারত ও থাইল্যাল্ডের মোট ৬ লক্ষ ৬১ হাজার ৪শ ৩০ টাকার (বাংলাদেশি মূল্যে) বিভিন্ন মুদ্রা উদ্ধার এবং কলত্রকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে নেতৃত্বদানকারী ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করেন (মামলা নং -৩১)। পরে তাকে সকাল ১০টায় গাজীপুর জেল পাঠানো হয়। তিনি উপজেলার তুমলিয়া চুয়ারিয়াখোলা গ্রামের হরি দাসের ছেলে।

আব্দুর রহমান আরমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।