মডেল হবে রাজশাহীর ৬ মাদরাসা : বাদশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

রাজশাহীর ছয়টি মাদরাসাকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সদর আসনের এমপি সদস্য ফজলে হোসেন।

রোববার সকালে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার দাখিল, আলিম ও কামিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাদশা বলেন, রাজশাহী নগরীতে অনেক মাদরাসা থাকবে। কিন্তু তার ভেতরে ছয়টিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। সেই পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আর মডেল মাদরাসাগুলোর মধ্যে এক নম্বরে থাকবে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা।

তিনি আরও বলেন, সরকার যখন পরিকল্পনা গ্রহণ করেছে তখন তার মানে এই প্রতিষ্ঠানগুলো সরকারির শামিল। এগুলো সরকারের দৃষ্টির ভেতরে আছে। প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ভবন হবে। আগামী দুই বছর পর এই মাদরাসার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে তাকিয়ে দেখবে। যেভাবে এখন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের পাশ দিয়ে হেঁটে গেলে লোকজন তাকিয়ে দেখে।

বাদশা আরও বলেন, সরকার কওমি মাদরাসাকে স্বীকৃতি দিয়েছে। দেশে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে। মাদরাসা শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষা ব্যবস্থার থেকে কোনো অংশে পিছিয়ে থাকবে না। সরকার সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, একটা সময় মাদরাসা শিক্ষাকে ধর্মের সঙ্গে জড়িয়ে সেই ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয়েছে, জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। এতে মাদরাসা শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এখন সেই দিন নেই।

মাদরাসার অধ্যক্ষ এইচএম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর কামরুজ্জামান কামরু, মাদরাসা শিক্ষাবোর্ডের রাজশাহী অঞ্চলের সহকারী পরিদর্শক মুজাহিদুল ইসলাম ও রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সারওয়ার কামাল প্রমুখ।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।