ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
প্রতিকী ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে লিমা রায় (২৩) নামে এক কলেজেছাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেলে কালুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিমা রায় পশ্চিম সুজনকাঠি এলাকার বিমল রায়ের মেয়ে এবং বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, বিকেলে লিমা রায় তার মা ইতি রায়ের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে নানার বাড়ি বড় মগড়া যাচ্ছিলেন। ভ্যানটি কালুরপাড় এলাকা অতিক্রমকালে অসাবধানতাবশত চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তিনি নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনন কুমার মৃত ঘোষণা করেন।

সাইফ আমীন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।