পিস্তল-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
পাবনার ঈশ্বরদী উপজেলায় পিস্তল ও এক রাউন্ড গুলিসহ চমন হোসেন (২৭) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রাম থেকে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চমন হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের আতিয়ার রহমানের ছেলে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন রূপপুর গোল চত্বরের পূর্বপাশের বাঁশঝাড়তলায় ঘোরাফেরা করতে দেখে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
ঈশ্বরদী থানা পুলিশের ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, গ্রেফতারকৃত চমনের বিরুদ্ধে হত্যা, চুরি ও ডাকাতিসহ প্রায় ছয়টি মামলা রয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা জেলহাজতে পাঠানো হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/এএম/এমকেএইচ