অবশেষে আ.লীগে যোগ দিলেন বিএনপি নেতা আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৬ জানুয়ারি ২০১৯

অনেক জল্পনা-কল্পনার পর আওয়ামী লীগে যোগ দিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম। শুক্রবার সন্ধ্যায় সিলেট-৩ আসনের সংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন আবুল কালাম।

আলোচিত এই চেয়ারম্যান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন। পরে এমন আলোচনার মধ্যে জেলা বিএনপির উপদেষ্টার পদে থাকা আবুল কালামকে বহিষ্কার করে বিএনপি।

দক্ষিণ সুরমার কুচাইয়ের মহিব কমিউনিটি সেন্টারে কুচাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনে টানা তৃতীয়বারের মতো এমপি হওয়ায় মাহমুদ উস সামাদ চৌধুরীকে গণসংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে চেয়ারম্যান আবুল কালাম এমপির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামীম আহমদ ও যুবলীগ নেতা লায়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল বক্স, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, উপজেলা কৃষকলীগ নেতা হাজি দুদু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, মহানগর ব্যবসায়ী লীগের সভাপতি হাজি ফুরুক মিয়া, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা ও সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।