শ্রীপুরে আগুনে পুড়লো ২০টি ঘর


প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৪ আগস্ট ২০১৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে আধাপাকা ২০টি টিনশেড ঘর আগুন লেগে পুড়ে গেছে। এসব ঘরের বাসিন্দা সকলেই গার্মেন্টস কর্মী। সোমবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, রাতে হঠাৎ করেই বাড়ির একটি ঘর থেকে আগুন সবগুলো ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোর্শেদ আলম জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ও ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে রাত সোয়া ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
"
তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে কোনো ঘরের বাসিন্দা তাদের মালামাল রক্ষা করতে পারেননি।

আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।